জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল–শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। খবর বাংলানিউজের।
ওয়াশিংটন কয়েক মাস ধরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ করে আসছে। মে মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে মার্কিন নীতিতে একটি বড় পরিবর্তন ঘোষণা করেন। বৃহস্পতিবার শারা সম্পর্কে ট্রাম্প পরে বলেন, ‘আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।










