সিরিল রামাফোসাই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও বিরোধী দলগুলো যুগান্তকারী জোট গঠন করার পর সিরিল রামাফোসাকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। রামাফোসার এএনসি, মধ্য ডানপন্থি ডেমোক্র্যাটিক এলায়েন্স (ডিএ) এবং কয়েকটি ছোট দল মিলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন জোটের প্রশংসা করে রামাফোসা বলেন, ভোটাররা আশা করেন নেতারা দেশের সবার ভালোর জন্য কাজ করবেন এবং একসঙ্গে কাজ করবেন। খবর বিডিনিউজের।

বিবিসি লিখেছে, রাজনৈতিক চরম নাটকীয়তার দিনে দলগুলো ঐকমত্যে পৌঁছায়, যেখানে নতুন প্রেসিডেন্ট ঠিক করতে সন্ধ্যার পর ভোটের জন্য বসে ন্যাশনাল অ্যাসেস্বিলি। এএনসি কার সঙ্গে জোট বাঁধছে কয়েকদিনের এমন জল্পনাকল্পনার অবসান ঘটে এর আগে। গত মাসে অনুষ্ঠিত ভোটে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় এএনসি। দলটি এবার মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে, যেখানে তার শরিক ডিএ ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করে।

এএনসির সাধারণ সম্পাদক ফিকিল এমবালুলা জোট গঠনকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ সলিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপটিয়ায় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার