সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা

আল শারা-ট্রাম্প বৈঠক

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। গত ২৫ বছরে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো সিরিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন। উপসাগরীয় দেশগুলোর নেতাদের বৃহত্তর সম্মেলনের আগে গতকাল বুধবার এই সংক্ষিপ্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর বাংলানিউজের।

এর আগে মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার ওপর আরোপিত নির্মম ও বিধ্বংসী আসাদ যুগের নিষেধাজ্ঞা তিনি তুলে নিচ্ছেন। এটা এখন সিরিয়ানদের জন্য আলো ছড়ানোর সময়। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের সুযোগ দেবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আলআসাদের সঙ্গে জেনেভায় সাক্ষাৎ করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, যা ব্যর্থ হয়। সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দামাস্কাসের ঐতিহাসিক উমাইয়াদ স্কয়ারে শত শত নারী, পুরুষ ও শিশু উল্লাসে রাস্তায় নেমে আসে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেছে, যা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। গত এক দশকের গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং স্পষ্ট জানিয়ে দিয়েছিল, বাশার আলআসাদ ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটিতে বিনিয়োগে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে সরানো হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধআমি তাকে খুব পছন্দ করি সৌদি যুবরাজের প্রশংসায় ট্রাম্প
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ছেলের দায়ের কোপে হাত কেটে গেল মায়ের