সিরিয়ার বিরোধীদলীয় নেতা হাদি আল–বাহরা আরবি সংবাদ সংস্থা আল–আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিদ্রোহীদের হাতে পতন হওয়া সিরিয়ার রাজধানী দামেস্ক নিরাপদ আছে। তিনি বলেন, আসাদ সরকারের পতন হয়েছে আর সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান হয়েছে। বাহরা সিরিয়ার বিপ্লব ও বিরোধী বাহিনীর জাতীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনতাকে আশ্বস্ত করে বলেছেন, দামেস্কের পরিস্থিতি নিরাপদ আছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, আমাদের সব সমপ্রদায়ের ও ধর্মের লোকজনকে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে অস্ত্র তুলে না ধরছেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের বাড়িতে অবস্থান করছেন, আপনারা নিরাপদ। সেখানে প্রতিশোধ বা বদলার কোনো ঘটনা ঘটবে না এবং কোনো মানবাধিকারও লঙ্ঘিত হবে না।