সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মাদ আল-বশির

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

দীর্ঘ স্বৈরশাসক বাশার আলআসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আলবশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আলবশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আলআসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রিমলিনের সূত্র উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এতথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রিমলিনের একটি সূত্র বলেছে, রাশিয়া সবসময় সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার জন্য জোর দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় আসাদের নিজ সমপ্রদায় আলাওয়াইতের সমর্থন পেলেন বিদ্রোহীরা
পরবর্তী নিবন্ধকাছে কী মিলল সিরিয়ার কুখ্যাত কারাগারে