সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। বিক্ষোভ মিছিলটি নগরীর পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন, দেবাশীষ আর্চায্য সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
৩৭ নং ওয়ার্ড : সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৭নং ওয়ার্ড মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়। যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফরহাদ আবদুল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, মো লোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইসমাইল, রেজাউল করিম মামুন, দিদারুল আলম, মাকসুদুআলম জিকু, মনির, সালাউদ্দিন, শাহজাহান বাপ্পি, সোহেল রানা, আমির হোসেন, হারুন, জহির রায়হান, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মিজান, আনু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, তানভীর হাসান, রোকন উদ্দিন, রকি দাশ,নজরুল ইসলাম, আলী নুর,আরমান হোসেন, মাকসূদুর রহমান, জাহেল আলম, মুমিনুল হক মাসুম প্রমুখ।
মহানগর যুবলীগ : ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগ নগরীর হালিশহর বড়পোল বঙ্গবন্ধু ভাস্কর্যের সম্মুখে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং কালো পতাকা প্রদর্শন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, মো. মহসিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, যুবলীগ নেতা মাসুদ পারভেজ, জিয়া উদ্দিন রানা, মো. মামুন, শাহাজাদা খোরশেদ, আলী নিজাম প্রমুখ।
বাঁশখালী কালীপুর : বাঁশখালী প্রতিনিধি জানান, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট আ.ন.ম শাহাদত আলমের নেতৃত্বে কালীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্টিত হয়। মিছিলটি কালীপুর ইউনিয়ন পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামদাশ মুন্সির বাজারে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু ছালেক, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, জসিম উদ্দিন, শফিকুল আলম, তৌহিদুল আলম, আবুল কালাম, জিসানুল ইসলাম মিঠু , জালাল উদ্দিন ঝিনুক, নুরুল আলম, মো. জাকের, মো. মান্নান, মো. রহিম, মো. নিজাম, মো. ইসমাঈল, মো. রুবেল, মো. জাবেদ জনি, মো. সোহেল, মো. মিন্টু, মো. ফরিদ, রুহিতোষ নাথ, আবু তাহের, আব্দুল মাবুদ, মনু মিয়া, নরুন্নবী, মোস্তাফিজুর রহমান, মো. নাছির, মো. নছিম, আ ন ম ফরহাদুল আলম, আব্দুল আওয়াল ইমন, মো. আরিফ, রিপন ভটাচার্য্য, মো. করিম, মো. বাদশা, মো. লোকমান, মো. করিম, মো. লিটন, বখতিয়ার, মো. লোকমান।
নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : সিরিজ বোমা হামলার ১৭তম বার্ষিকীতে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ গত ১৭ আগষ্ট অনুষ্ঠিত হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নং গেই জয় বাংলা চত্ত্‌বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কেএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আ’লীগের লীগের প্রভাবশালী সদস্য ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক। প্রধান আলোচক ছিলেন আ’লীগ নেতা আলহাজ্ব মো. আলী আকবর। বক্তব্য রাখেন, মাবুদ সওদাগর, আব্দুল মান্নান, মো. হারুন, নটরাজ গুপ্ত, শেখ মোহাম্মদ শফি, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল, মো. পারভেজ, মোহাম্মদ জামিল, মোহাম্মদ কুরবান, মো. সিরাজ, মো. মানিক, মোহাম্মদ রনি, মো. শাহাজান, মোহাম্মদ অহিদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ খোকন, মো. ফারুক প্রমূখ। বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় পরিকল্পিত লাগাতার সিরিজ বোমা বিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। এ অপশক্তি নির্মূল ছাড়া আমরা কেউ নিরাপদ নই।
শুলকবহর ওয়ার্ড : সিরিজ বোমা হামলার প্রতিবাদে শুলকবহর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি, মহানগর যুবলীগ নেতা মো. আবুল বশরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আ. লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু।
বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম, এস এম সাঈদ সুমন, শহিদুল ইসলাম শামীম, সফিকুল ইসলাম রিপন, হাসানুর রহমান, নজরুল ইসলাম, শহীদুল আলম, আবু তাহের, মো. এনামুল হক, আবতাফ উদ্দিন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, মো. আব্দুর রহিম, মো. আসাদ, সবুজ মিয়া, কবির হোসেন, সামসুল আলম রুবেল, মিঠু দাস, ইসমাইল হোসেন, হেলাল উদ্দিন, মনির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘কারবালার শিক্ষা ন্যায় ও অন্যায়ের পার্থক্য খুঁজে দিতে সহায়তা করবে’
পরবর্তী নিবন্ধটেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস ও ইয়াবাসহ আটক ১