চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রন নিজেদের হাতে থাকলেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। অথচ এগিয়ে থেকেই ঢাকা টেস্টে নামতে পারতো টাইগাররা। কিন্তু সেটা আর হলোনা। এখন সিরিজ বাঁচানোর লক্ষ্য নিইে ঢাকা টেস্টে নামতে হচ্ছে বাংলাদেশকে। ক্যারিবীয়দের কাছে ঘরের মাঠে হারের সেই ক্ষত টাইগার শিবিরে এখনও দগদগে। তাতে প্রলেপ দিতেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতির শুরুটা হয়েছে দুপুরে। এরপর সূচি মোতাবেক সব অনুশীলনই চালিয়ে গেছে টাইগার ক্রিকেটাররা। বোলাররা যেখানে বল হাতে শান দিয়েছেন তেমনি নিজেদের ঘাম ঝরিয়েছে টাইগার ব্যাটসম্যানরা।
চট্টগ্রাম টেস্টে টাইগার ক্রিকেটারদের ফিল্ডিং ছিল বেশ দৃষ্টিকটু। একের পর এক ক্যাচ যেমন ছেড়েছে তেমনি দুইকে চার বানিয়েছে ফিল্ডাররা। আর সে কারণেই কিনা গতকাল থেকে শুরু হওয়া অনুীশলনের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল স্লিপ, গালি ও শর্ট লেগ ক্যাচিং। ঢাকা টেস্টে তা শুধরে নিতেই হয়তো টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত। বিকেল সোয়া তিনটা থেকে শুরু করে চারটা অবধি সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি ও নাজমুল হোসেন শান্ত স্লিপে আর মোহাম্মদ মিঠুন গালিতে দাঁড়িয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোর নির্দেশনায় ক্যাচিং অনুশীলনে ঘাম ঝরিয়েছে। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক টেনিস বল ও ব্যাট হাতে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে আলাদা করে শর্ট লেগ ক্যাচিং অনুশীলন করিয়েছেন। একই সময় সেন্টার উইকেটে বল হাতে নিবিড় অনুশীলন চালিয়ে গেছেন তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাঈম হাসান। তিন ঘণ্টার এই অনুশীলন শেষ হয়েছে বিকেল পৌঁনে চারটায়।