টেস্ট অধিনায়ক হিসেবে ব্যাটে মোটেও রান নেই মোমিনুল হকের। নিজেকেই যেখানে মেলে ধরতে পারছেননা মোমিনুল সেখানে দলকে কিভাবে এগিয়ে নেবেন তিনি ? এমন প্রশ্ন সবার মুখে। কিন্তু মোমনিুল হাল ছাড়ার পাত্র নন। এখনো শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তিনি। শুধু স্বপ্ন দেখেন তা কিন্তু নয়। টাইগার দলপতি বরেছেন মিরপুরে ম্যাচ জিতে সিরিজ জেতার বেশ ভাল সুযোগ রয়েছে তাদের। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পাঁচ সিরিজের চারটিই হেরেছে বাংলাদেশ। সেই চার সিরিজেই ড্র হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ হেরেছে বাকি গুলো। এর মধ্যে ২০১৮ সালে ঘরের মাঠে ও গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম ম্যাচ ড্র করেও শেষ ম্যাচ হারায় সিরিজ হেরেছে টাইগাররা। এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজেও প্রথম ম্যাচ ড্র করেছে মোমিনুল হকের দল।
আজ থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগের সিরিজগুলোর মতো এবার আর ড্র থেকে হেরে যেতে চান না টাইগার অধিনায়ক। সবসময় একইরকম হবে, তা মানতে রাজি নন তিনি। তাই তো ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মোমিনুল দৃপ্ত কণ্ঠেই জানিয়ে দিলেন, এবার সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সুযোগটা তার দল কীভাবে দেখছে, সেটিরই ওপর নির্ভর করছে সাফল্য। ঢাকায় দলগতভাবে খেলে নিজেদের পক্ষে ফল আনতে চান মোমিনুল। টাইগার অধিনায়ক বলেন সবসময় তো একরকম থাকতে চাই না। আমার কাছে মনে হয় আমাদের জন্য সিরিজ জয়ের ভালো একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি। তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।
মোমিনুল বলেন মিরপুরে খেলা হোক বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে। এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার। এখন আমাদের সেটা কাজে লাগাতে হবে। আর সেটা কিভাবে কাজে লাগাব সেটাই হচ্ছে বড় কথা। চট্টগ্রাম টেস্টে ফল আসেনি। দুই দলের রানবন্যার মাঝে বোলারদের ধুঁকতে হয় অনেক বেশি। তবে মিরপুরে এমনটা নয়। প্রায় সময় চার দিনের মধ্যেই ফল পাওয়া যায় এখানে। আর সে বিষয়টিও মাথায় রেখেছেন বলে জানান মোমিনুল।
তিনি বলেন, মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। এখানে বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। সাথে ব্যাটিংও। অবশ্যই কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে সে বিষয়ে আমরা পরিকল্পনা করি। তবে মিরপুরের উইকেট-কন্ডিশন ছাপিয়ে বর্তমান আবহাওয়াও হতে পারে বড় বাধা। মোমনিুল বলেন কন্ডিশন সচরাচর যেরকম থাকে এখনো সে রকম আছে।
আবহাওয়া কেমন হয় তার ওপর নির্ভর করছে। আমার কাছে মনে হয় সাধারণত যেমন থাকে ওরকমই থাকবে। তবে আমাদেরকে মাঠে সেরাটা দিতে হবে। কারন এটা বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে হলে আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আশা করছি ভাল কিছু হবে।