সিরিজ জিতে ৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারতীয় দল

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় বীরোচিত পারফরম্যান্সে ইতিহাস গড়া ভারতীয় ক্রিকেট দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। ব্রিজবেন টেস্টের উত্তেজনাপূর্ণ শেষ দিনে দুর্দান্ত রান তাড়ায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারায় ভারত। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ধরে রাখে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এর কয়েক ঘণ্টা পর এক টুইট বার্তায় বোনাসের বিষয়টি জানান বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহা। ‘দলের জন্য বোনাস হিসেবে ৫ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের জন্য এটা বিশেষ মুহূর্ত। মান ও দক্ষতার অসামান্য এক প্রদর্শন।’ ব্রিজবেনে রান তাড়ায় জয়ের আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ২৩৬, সেটিও সেই ১৯৫১ সালে। এই মাঠে গত ৩২ বছরে ৩১ টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। এমন দুর্ভেদ্য দুর্গে শেষ দিনে ভারতকে করতে হতো ৩২৪ রান। শুভমান গিলের ৯১, চেতেশ্বর পুজারার ৫৬ ও রিশাভ পান্তের অপরাজিত ৮৯ রানের দারুণ ইনিংসে ৩ ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ভারত।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি একাডেমি ও কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংঘের জয়লাভ
পরবর্তী নিবন্ধফিনিশারের ভূমিকায় থাকবেন সৌম্য