সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার তারা জিতেছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই তারা জিতে নিল ৩-০ তে। প্রথমে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর নিচে গুটিয়ে দেন সুমন খান, মুকিদুল ইসলামরা। এরপর মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে অনায়াসেই বাকিটা সারে বাংলাদেশ ইমার্জিং দল। ওপেনিংয়ে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল। হৃদয় খেলেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। দুইজনের ১৭৬ রানের অবিছিন্ন জুটিতে বাংলাদেশ আইরিশদের ১৮২ পেরিয়ে যায় ৫১ বল বাকি থাকতে। সফরকারীদের অল্পতে থামিয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন সুমন খান। ডানহাতি এই পেসার ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মুকিদুল, রাকিবুল হাসান, সাইফ হাসান।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ইনিংসের চতুর্থ ওভারেই হারিয়ে বসে দুই উইকেট। তানজিদ হাসানকে বোল্ড করার পর ইয়াসির আলি চৌধুরিকে কট বিহাইন্ড করেন চেইস। ইয়াসির ২ রান করেন। এ দিন ওপেন করতে নামেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাইফ। ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখান মাহমুদুল ও হৃদয়। শুরুতে সাবধানী ব্যাটিং করেন দুই ব্যাটসম্যান। কঠিন সময় পার করে দেওয়ার পর শট খেলতে শুরু করেন হৃদয়। ৯৮ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল। পরের ওভারে টেক্টরকে মারেন জোড়া চার। হৃদয় ফিফটি স্পর্শ করেন ৬৯ বলে। বেন হোয়াইটকে চার মেরে পঞ্চাশে যাওয়ার পর ওই ওভারের শেষ দুই বলেও হাঁকান বাউন্ডারি। ৪২তম ওভারে টেক্টরকে পরপর দুই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল। ১৩৫ বলের ইনিংসে ৮ চার মারেন তিনি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে চার ৯টি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধসংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে : কাদের