আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি কেন হারল তার কাটাছেড়া চলছে এখনো। ম্যাচের বোলিংয়ে এবং ব্যাটিংয়ের শুরুর দিকে দারুণ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। কিন্তু হঠাৎ এক ঝড়ে এলোমেলো হয়ে গেল বাংলাদেশ। আর সে ঝড়ের নাম আল্লাহ মোহাম্মদ গাজানফার। তার ঘূর্ণিতে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের সে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে দলের ভেতরও। তবে সে স্মৃতি এখন ভুলে থাকতে চায় বাংলাদেশ দল। মনযোগ দিতে চায় পরের ম্যাচে। যে ম্যাচটি সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আজ বিকাল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ দল গত ম্যাচের আগে সবশেষ ম্যাচটি খেলেছিল ১৯৯৫ সালে। তখন এই দলের কারোই জন্ম হয়নি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট বুঝতেও সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর এসব অযুহাত দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলও সে পথে হাটতে চাইছে না। তাদের লক্ষ্য আজকের ম্যাচটি জেতা। কারণ এই ম্যাচ জিতলে যেমন অনেক কিছুই বেঁচে থাকবে তেমনি এই ম্যাচে হারলে সব শেষ। এই ম্যাচে জিতলে সিরিজে টিকে থাকবে বাংলাদেশ। আর হারলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে।
বাংলাদেশ দল তাই কঠিন এই পরীক্ষায় নামতে চাচ্ছে সাহসিকতার সাথে। এমনিতেই বাংলাদেশ দলের ব্যাটিংটা খুব বাজে অবস্থায় যাচ্ছে। সে অবস্থা থেকে বেরিয়ে আসার একটা ইঙ্গিত মিলেছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের শুরুর দিকে। কিন্তু সময় গড়াতেই সেই পুরানো বলয়ে বন্দী হয়ে পড়ে টাইগার ব্যাটাররা। দলের টপ অর্ডারের তিনজন দারুণ খেলেছিলেন। সৌম্য, শান্ত এবং মিরাজের ব্যাটিং দেখে বাংলাদেশ আনায়াসে জিতবে তেমনটি মনে করেছিল সবাই। কিন্তু শান্ত আউট হওয়ার পরই সব শেষ। তাসের ঘরের মত ভেঙে পড়ল বাংলাদেশ দলের ব্যাটিং। যার পরিণতি ৯২ রানের বিশাল পরাজয়। তবে গত দুই দিন যে সময়টা পেয়েছে তাতে ব্যাটিং নিয়েই বেশি কাজ করেছে বাংলাদেশ দলের কোচ। কারণ প্রথম ম্যাচে বোলাররা তাদের দায়িত্ব বেশ ভালভাবেই পালন করেছে। তাই দুশ্চিন্তার বড় কারণ ব্যাটিং।
গতকাল সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, তারা প্রথম ম্যাচটাকে ভুলে গেছেন। পরের দুই ম্যাচ নয়, কেবল একটি ম্যাচ নিয়েই ভাবছে। আর সেটি হচ্ছে আজকের ম্যাচটি। কারণ এই ম্যাচটির উপরই যে সবকিছু নির্ভর করছে। মরার উপর খাড়ার ঘা এর মত আজকের ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না মুশফিকুর রহিমকে। ইনজুরির কারণে তিনি দলের বাইরে। দলে নেই আরেক উইকেট রক্ষক লিটন দাশও। তাই জাকির হাসানের কাধেই বর্তাবে উইকেটের পেছনের দায়িত্ব।
প্রথম ম্যাচে আফগানিস্তানের স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের কাছেই নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ দল। তার ব্যাপারে নিশ্চয়ই একটি ধারণা পেয়ে গেছে টাইগার শিবির। যদিও দলটিতে মোহাম্মদ নবী, রশিদ খানের মত বিশ্ব সেরা স্পিনার রয়েছে। সামনে প্রতিকূলতা অনেক। সিরিজে টিকে থাকতে হলে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ দলও চায় সেটা করতে। এখন মাঠে কতটা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সেটাই দেখার অপেক্ষা।