সিরিজে ফেরার লড়াই আজ

ইনজুরিতে দলে নেই লিটন, মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ ওয়ানডে সিরিজে ফিরে আসতে আজ লড়াই করবে জিম্বাবুয়ের বিপক্ষে। সিরিজে সমতা ফিরিয়ে আনতে হলে তামিমদের আজ দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে। তাতেই সিরিজ ১-১ হবে। আর তখন ১০ আগস্ট বুধবারের শেষ ম্যাচটি হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াইয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ রোববার দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.১৫টায়। সিরিজে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের সামনে নতুন উপদ্রুপ হয়েছে ইনজুরি। ইনজুরির প্রবল হানায় এখন অনেকটাই দুর্বল তামিম বাহিনী। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়েন উইকেটকিপার কাম ব্যাটার নুরুল হাসান সোহান। শুক্রবার প্রথম ওয়ানডেতে ইনজুরির শিকার অপর দুই অপরিহার্য্য সদস্য লিটন দাস ও শরিফুল ইসলাম। আজ রোববার দ্বিতীয় ম্যাচ খেলতে হবে লিটনকে ছাড়া। এদিকে সর্বশেষ জানা গেছে চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি, বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে গোড়ালিতে চোট পেয়েছেন এই পেসার।
দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফেসানি বলেছেন, আজকে (গতকাল) আমরা মোস্তাফিজ, শরিফুল ও মুশফিককে নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। মুশফিক ভাইয়ের হাতে আমরা কোনো চিড় পাইনি, কিন্তু কিছুটা চোট আছে। শরিফুলেরও তেমন কিছু পাইনি। মোস্তাফিজ ভাইয়ের এমআরইতেও খুব খারাপ কিছু আসেনি, তবে কিছু বিষয় আছে। শরিফুল ও মুশফিক ভাই দুজনেই কালকের ম্যাচে খেলতে পারবে। আমরা হয়তো মোস্তাফিজকে কালকের ম্যাচে বিশ্রাম দেবো, কিন্তু পরের ম্যাচে উনি থাকবেন। এরপরেও লিটন দাস, মোস্তাফিজের অনুপস্থিতিতে দলের শক্তি অনেক কমে যাবে। এমন দুজন নির্ভরযোগ্য পারফরমারকে ছাড়া সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামা সহজ কাজ নয়। সুতরাং রীতিমত কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে টাইগারদের আজকের ম্যাচে। প্রথম ওয়ানডেতে লিটনের সঙ্গে অধিনায়ক তামিম, ওয়ানডাউন এনামুল হক বিজয় আর অভিজ্ঞ মুশফিকুর রহিম পাল্লা দিয়ে রান করেছেন। লিটনকে ছাড়া ব্যাটিং ছন্দ বজায় থাকবে কিনা আজকের ম্যাচে টাইগারদের সেটা বড় এক প্রশ্ন। ব্যাটিং এর পাশাপাশি বোলারদের আলগা ও ধারহীন বোলিং আর ফিল্ডারদের ক্যাচ ধরায় অস্বাভাবিক ব্যর্থতাকেও আজ ঢাকতে হবে বাংলাদেশকে সিরিজে টিকে থাকতে হলে। জিম্বাবুয়েকে ঠেকাতে পরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের প্রমাণ দিতে হবে আজ টাইগারদের। ফিরে আসার ম্যাচে আগের ভুলগুলো শুধরেই এগুতে হবে তাদের।

পূর্ববর্তী নিবন্ধআইএমএফের ঋণ পেতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি : ফখরুল
পরবর্তী নিবন্ধদেশের অগ্রগতির জন্য প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য