চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল হক মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার।
এই উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় চৈতন্যগলিস্থ বাইশ মহল্লা মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। এতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তি।