বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা সিরাজুল হক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে চৈতন্য গলির কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আব্দুর রশীদ লোকমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, দেবাশীষ আচার্য্যসহ নগর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।