চন্দনাইশ দোহাজারী পৌর এলাকার সমাজসেবী আলহাজ্ব সিরাজুল ইসলাম (৬৭) গত ২৫ এপ্রিল রাতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……….রাজিউন)। তিনি জামিরজুরি রজভীয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য, তিনি চন্দনাইশ ছাত্র সমিতি– চট্টগ্রামের তথ্য প্রযুক্তি সম্পাদক নুরুল আমিনের পিতা।
জামিরজুরি মাদ্রাসা মাঠে প্রয়াত আলহাজ্ব সিরাজুল ইসলাম‘র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ব্র্যাক চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ ছাত্র সমিতি–চট্টগ্রাম‘র সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হৃদয় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।