‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আজ

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে ‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আজ শনিবার নগরীর লাভলেইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেএসডির কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আলোচক থাকবেন মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, জেএসডির স্থায়ী কমিটির সদস্য ডা. জবিউল হোসেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মির্জা মোহাম্মদ আকবর, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল মান্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মন্টু, তথ্য, বিজ্ঞানপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহ্বুব, ডা. আইনুল হক, অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর জেএসডির আহ্বায়ক মোহাম্মদ মুজতবা কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অস্ত্রসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধঘুমধুমে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ