নগরীর অভিজাত এলাকা নবাব সিরাজউদ্দৌলা রোডে সিপিডিএল স্কাইমার্কের নির্মাণকাজ শুরু হয়েছে। দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিক এসএমএ কাইয়ুম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ।
সবার উপস্থিতিতে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল স্কাইমার্ককে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি মালিকগণ তাদের বক্তব্যে গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, ক্ল্যাসিক্যাল কনসেপ্টে ১৭তলা বিশিষ্ট প্রকল্পটি ৪২টি এপার্টমেন্ট সম্বলিত প্রতি ফ্লোরে ৪টি করে ১২৩৫-২০৭০ বর্গফুট ইউনিট নিয়ে নির্মিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।