সিমেন্ট খাত উন্নয়নে বিসিএমএ ও পাকিস্তান হাই কমিশনের মধ্যে আলোচনা

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৪৫ অপরাহ্ণ

সিমেন্ট খাতে সহযোগিতার নতুন দিক উন্মোচনের লক্ষ্যে পাকিস্তান হাই কমিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল সিমেন্ট উৎপাদন ও আমদানিতে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বৃদ্ধি করা। এই আলোচনায় দুই দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারকদের প্রতিনিধি একত্রিত হয়েছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উল্লেখযোগ্য শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।।।।, তাঁদের মধ্যে ছিলেন

জনাব মো. আমিরুল হক, সভাপতি, বিসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, মোস্তাফা কামাল, সাবেক সভাপতি, বিসিএমএ এবং চেয়ারম্যান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), ইমরান করিম, প্রথম সহ-সভাপতি, বিসিএমএ, জনাব মাশিউর রহমান, কোষাধ্যক্ষ, বিসিএমএ, জনাব অভিমন্যু সাহা, কার্যনির্বাহী কমিটির (ইসি) সদস্য, বিসিএমএ, জনাব শংকর কুমার রায়, নির্বাহী পরিচালক (ইডি), বিসিএমএ।

পাকিস্তান থেকে পাকিস্তান হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং কয়েকজন অগ্রগামী ব্যবসায়ী ব্যক্তিত্ব সভায় উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন

মোহাম্মদ ওয়াসিফ – ডেপুটি হাই কমিশনার, পাকিস্তান হাই কমিশন, সোনিয়া আফরিন – ট্রেড মার্কেটিং অফিসার, পাকিস্তান হাই কমিশন, নোমান খট্টক – সিইও, নোমান খট্টক মাইনস অ্যান্ড মিনারেলস, জনাব ফাররুখ ইকবাল – ব্যবসার মালিক, নাদিম এন্টারপ্রাইজেস, জনাব ইফতেখার এ. আউয়ান – প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, কে.এন.কে (প্রাঃ) লি., জনাব নাবিল আহমেদ – ব্যবসার মালিক, নাবিল মার্বেল এবং আরও কয়েকজন।

আলোচনার প্রধান ক্ষেত্রগুলো ছিল:

 বাংলাদেশের নির্মাণ খাতের চাহিদা পূরণে পাকিস্তানি সিমেন্ট উৎপাদনের কাঁচামাল আমদানি সহজ করা।

সিমেন্ট উৎপাদন কারখানায় যৌথ বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগ অনুসন্ধান।

উৎপাদন দক্ষতা বাড়াতে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন।

খরচ কমানো এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং প্রস্তাবিত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যবেক্ষণে একটি যৌথ কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অনুমোদনহীন পানি কারখানা সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা শাহী মসজিদের বৈদ্যুতিক তার চুরি, গ্রেফতার ৩