সিমেন্টের কাঁচামাল বোঝাই লাইটার জাহাজ ডুবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:১১ পূর্বাহ্ণ

সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাওয়ার পথে সাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘টিটু-১৯’। গতকাল সোমবার সকালে সন্দ্বীপের অদূরে ভাসানচরের কাছে জাহাজটির তলা ফুটো হয়ে ডুবে যায়। জাহাজটিতে সাড়ে বারোশ টন ক্লিংকার ছিল। ডুবে যাওয়া জাহাজটির ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, এক হাজার ২৫০ টন ক্লিংকার নিয়ে এমভি টিটু-১৯ নামের একটি জাহাজ মুন্সিগঞ্জ যাচ্ছিল। সন্দ্বীপ উপকূল অতিক্রম করে জাহাজটি সামনের দিকে যাচ্ছিল। কিন্তু ভাসানচরের অদূরে জাহাজটি তলা ফুটো হয়ে ডুবে যায়। জাহাজের ৮ জনকে উদ্ধার করে ‘অয়েল ট্যাংকার আরজু’ এবং ৫ জনকে উদ্ধার করে লাইটার জাহাজ ‘বেগম রোকেয়া’। ডুবে যাওয়া জাহাজের কারণে ওই চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলে উল্লেখ করে বিআইডব্লিটিএর সূত্র বলেছে, জাহাজটি উদ্ধার করার জন্য মালিক প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীকুঞ্জের ১১ ফ্ল্যাটের বাসিন্দাদের কী হবে
পরবর্তী নিবন্ধকী নেই শাহাদতের কম্পিউটারে