সিমাগো র্যাংকিংয়ে ২০২৪–এ ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্বীকৃতি অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল (আইকিউএসি) ও সেন্টার ফর এইচআরডি রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগের উদ্যোগে এক সংবর্ধনা সভা রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। আইকিউএসির অতিরিক্ত পরিচালক আইন বিভাগের শিক্ষক মো. আবদুল হান্নানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, সেন্টার ফর এইচআরডি রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, অধ্যাপক রানা করন। উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, এমএসসি ইন সিএসইর কো–অর্ডিনেটর অভিজিৎ পাঠক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রাহাত ইবনে সাত্তার এবং অন লাইনে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র নর্থ ক্যারোলিনা এ.এন্ড.টি স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যায়নরত ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল মল্লিক প্রমুখ।
স্পেনের ভিত্তিক গবেষণা সিমাগো ইনস্টিটিউশন গ্রুপ কর্তৃক প্রকাশিত র্যাঙ্কিং ২০২৪ সালে প্রকাশিত বিশ্ববিদ্যালয় সমূহের র্যাঙ্কিং এ বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর পর দু’বার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি প্রথম স্থান অর্জন করেছে। দেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন–এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয় সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ পয়েন্ট দিয়ে থাকে। সার্বিক বিবেচনায় (গবেষণা– ৫০%, সামাজিক প্রভাব– ২০% ও উদ্ভাবন– ৩০%) সিমাগো র্যাঙ্কিং ২০২৪ অনুুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয় হলো বিজিসি ট্্রাস্ট ইউনিভার্সিটি।
র্যাঙ্কিং এ এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়। হাভার্ড সহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৪টি. চীনের ৫টি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটা যুক্তরাষ্ট্রের অঙফোর্ড বিশ্ববিদ্যালয়। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের মার্চ মাসে এই র্যাঙ্কিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। চলতি বছরের (২০২৪) সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিং এর তালিকা প্রকাশিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এবার ইউনিভার্সিটির ক্যাটাগরিতে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, উচ্চ শিক্ষার বিকাশে গবেষনার কোন বিকল্প নেই, আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে শিক্ষক, ছাত্র, কর্মকর্তাদের নিজেদের গবেষণায় নিয়োজিত করার জন্য উৎসাহ প্রদান করেছি যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিমাগো প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি– বেসরকারি ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজিসি ট্রাস্ট ভার্সিটি পর পর দু’বার দেশ সেরার স্বীকৃতি পেয়েছে। গবেষনাসহ শিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল ও সেন্টার ফর এইচআরডি রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগ যাদের একাগ্রতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শুধু শিক্ষকরাই নয়, এই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাশাপাশি ছাত্ররাও গবেষণায় নিজেদের যুক্ত করেছে, এর ফলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পর পর দু’বার সিমাগো র্যাঙ্কিং এ প্রথম স্থান অর্জন করেছে। আমি গবেষকদের এই সাফল্যে তাদের অভিনন্দন জানাচ্ছি এবং আগামীদিনেও যাতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তার জন্য সকল শিক্ষকদের গবেষণায় আরো অধিক সময় প্রদানের জন্য আহ্বান করছি। প্রেস বিজ্ঞপ্তি।












