সিমনি শিপ ইয়ার্ডে ডাকাতির ঘটনায় মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ শিপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শিপ এম টি এশিয়ান গ্লোরীতে সংঘটিত ডাকাতির ঘটনায় মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল আদালত সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই আবেদন সরাসরি এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ডের নির্দেশ দেন। চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ ফার্দিন মুস্তাকীম তাসিনের আদালত বাদীর অভিযোগ শুনানি শেষে উক্ত আদেশ দেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ এপ্রিল (শনিবার) রাত ১০ টা নাগাদ সিমনি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজে আসামি বিকাশ দাস, রাসেল ও দিলিপ দাস সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সশস্ত্র ডাকাত জাহাজে চড়াও হয়। তারা জাহাজের উপরে উঠে লুটপাট শুরু করে। এই সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় (৪৯) এবং গার্ডগণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ডাকাতেরা শিপ ইনচার্জ ধর্মজয় সহ আরও ৪ জন গার্ড যথাক্রমে সুজন কুমার বাগচী, বাপ্পি, সুমন এবং বনবহনকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে।

ডাকাতদল জাহাজের স্টোর রুমের তালা ভেঙে এবং জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানকি সাত টন মালামাল নিয়ে যায়। লুটকৃত মালামালের দাম আনুমানিক ৪৩ লাখ ২৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়। ডাকাতেরা মালামালগুলো ট্রলারে বোঝাই করে নিয়ে যায়। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির এই ঘটনার ব্যাপারে শিপ ইয়ার্ড মালিক আদালতের শরণাপন্ন হলে আদালত উপরোক্ত নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি বিকাশ একমাস আগেও উক্ত ইয়ার্ডে চড়াও হয়ে মালামাল লুট করে। ইয়ার্ডের পাহারাদারেরা বিকাশকে আটক করলে স্থানীয় ওয়াহিদ মেম্বার তাকে ছাড়িয়ে নেন। ওই ঘটনার একমাসের মাথায় আবারো সদলবলে ইয়ার্ডটিতে ডাকাতির ঘটনা ঘটে বলে মালিকপক্ষ অভিযোগ করেন।
সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সহকারী ম্যানেজার মোঃ হারুনুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনির্ঘুম রাত পার, ভোরে খুঁজতে বের হয়েছেন নিখোঁজ ছেলেকে
পরবর্তী নিবন্ধতিন ভেন্যুতে৭ হাজার ৯শ পরীক্ষার্থী চট্টগ্রামে