সিভিল সার্জন কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মসূচির চতুর্থ দিন গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল, আলু ও সেমাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মো. নুরুল হায়দার, জেলা সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার (ডিএসএমও) ডা. প্রমিতি কর্মকার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়াসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত কর্মচারীবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অসচেতনতার কারণে অনেকে অপুষ্টি ও রক্তশূন্যতায় ভূগছে। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিশু ও কিশোর-কিশোরীদেরকে পুষ্টিসমৃদ্ধ করে জাতি গঠন অত্যন্ত জরুরি। এ লক্ষে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে পুষ্টিসেবা কার্যক্রম সফল করতে একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিটির প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবসন্তের কোকিল থেকে সাবধান থাকতে হবে