সিভিল সার্জন করোনা আক্রান্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি চমেক হাসপাতাল কেন্দ্রে করোনার টিকা নেন তিনি। তবে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।
২০২০ সালে চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর সময় থেকে এর চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা, আইসিইউ সেবা চালুসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করার দায়িত্ব শুরু থেকে পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতসহ ১৭ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধদুদিন ধরে সংক্রমণ ৫ হাজারের উপরে