সিভিল সার্জন অফিসে প্রতারণাকালে একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সিলস্বাক্ষর জাল জালিয়াতি করে মানবাধিকারকর্মী পরিচয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণাকালে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারকের নাম মো. শহীদুল ইসলাম হাওলাদার (৬০)। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কচুবুনিয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে বলে কোতোয়ালী থানা পুলিশ জানায় । গতকাল সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ১৭ আগস্ট প্রতারক শহীদুল ইসলাম তার মানবাধিকার সোসাইটির প্যাডে চট্টগ্রামের হাসপাতাল ও ক্লিনিকের অবৈধ মালিকদের তথ্য চেয়ে একটি আবেদন করেন সিভিল সার্জনের কাছে। ওই চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত পরিচালকের স্বাক্ষর রয়েছে। সিভিল সার্জন চিঠির বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান সহকারী সুজন বড়ুয়াকে দায়িত্ব দেন। গতকাল সোমবার শহীদুল ইসলাম হাওলাদার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার কাছে গেলে তার চিঠির ব্যাপারে সন্দেহ হয়। তিনি বিষয়টি সিভিল সার্জনকে জানালে পরবর্তীতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে জালিয়াতি ও প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এসময় তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হাস্তান্তর করা হয়। এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির বলেন, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই প্রতারক এর আগেও একই ধরনের প্রতারণায় গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় পিকআপ চালক-হেলপারের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরে জড়িত যুবক গ্রেপ্তার