সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১০ ডিসেম্বর স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ, পরিচালকবৃন্দ মো. আলী মরতুজা, মো. এমরানুল হক, জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি, স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রহমান, চৌধুরী মোহাম্মদ হারূণ, কোম্পানির নির্বাহী পরিচালক ও চীফ অডিটর আহমদুল হক হাসান, অডিটর মেসার্স কেএম হাসান এন্ড কোং এর প্রতিনিধি মো. আমিরুল ইসলাম, প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন উক্ত সভা সঞ্চালনা করেন এবং তিনি সভার আলোচ্যসূচি সমূহ উপস্থাপনের পাশাপাশি প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

সভায় অংশগ্রহণকারী সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক বিষয়ে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত পেশ করেন। তাঁদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ৪০ তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি সমূহের অনুমোদন করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১১% নগদ লভ্যাংশ এবং ৯% স্টক ডিভিডেন্ড এর ব্যাপারে কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচী সমূহ অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ভিত্তিতে কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম শামীম বক্তব্য প্রদান করেন। পরিশেষে জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ , বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ প্রতীকই এদেশের নারীদের প্রথম পছন্দ
পরবর্তী নিবন্ধবেতন কমছে রোহিত, কোহলির