সিভাসুর সাবেক ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ানের পরলোকগমন

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান বার্ধক্যজনিত কারণে গতকাল ৩ জুন সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে সিভাসু পরিবার গভীরভাবে শোকাহত।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এক শোকবার্তায় প্রফেসর সোমেন দেওয়ানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তাছাড়াও সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল এবং রেজিস্ট্রার জনাব মীর্জা ফারুক ইমাম পৃথক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষোলশহর-ফরেস্ট-পিলখানা ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. জাকেরিয়া চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল