সিভাসুর ডিভিএম ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবঙ বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার সিভাসু অডিটোরিয়ামে কিটবঙ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. . কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জোনাল সেলস ম্যানেজার তপন কুমার দাস। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব।

প্রধান অতিথি বলেন, রোগ নিরূপণ ও চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি এই কিটবঙে বিদ্যমান। আশাকরি, তোমরা এসব যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। তিনি আরো বলেন, স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষালাভের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে তোমরা সফলকাম হবে। শুরুতে ডিভিএম ২৭তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া বিনতে কবির ও তৌফিকুর রহমান তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের ফ্রি চিকিৎসা সেবা প্রদান
পরবর্তী নিবন্ধচবিতে ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে বিক্ষোভ