সিভাসুতে এমপিএইচ পাঠ্যক্রম পর্যালোচনা কর্মশালা সম্পন্ন

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সের পাঠ্যক্রম পর্যালোচনা ও হালনাগাদ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর সিভাসু ভিসিকনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ওয়ান হেলথ ইনস্টিটিউট, সিভাসুর পরিচালক অধ্যাপক ডা. মো. আহসানুল হকের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভাসুর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডা. নীতিশচন্দ্র দেবনাথ, অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, অধ্যাপক ডা. ওয়াসিফ এম. আলম, অধ্যাপক হাফিজ টি.. খান, অধ্যাপক ডা. . কে. এম. সাইফুদ্দিন, অধ্যাপক ডা. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক মো. রাশেদুল আলম, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. শারমিন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. রুমানা রশিদ, ডা. মো. হাবিবুর রহমান ও ডা. সারোয়ার আলম। এছাড়াও সিভাসুসহ বিভিন্ন অংশী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় অধ্যাপক আহসানুল হক তার উপস্থাপনায় বিদ্যমান এমপিএইচ কোর্সের কাঠামো, পাঠ্যবিষয় এবং গবেষণাক্ষেত্রসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। বর্তমানে এমপিএইচ প্রোগ্রামটি ৫০ ক্রেডিটের (থিসিস সেমিস্টারসহ) .৫ বছরের একটি কোর্স হিসেবে পরিচালিত হচ্ছে। কর্মশালায় আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে কোর্সটিকে উন্নত করার লক্ষ্যে ১.৫ বছরের ৮০ ক্রেডিটের (থিসিস সেমিস্টারসহ) একটি প্রস্তাবিত নতুন পাঠ্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়। প্রস্তাবিত পাঠ্যক্রমে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ৬ ক্রেডিটের ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ নামে একটি নতুন কোর্স সংযোজনের প্রস্তাব করা হয়। পাশাপাশি মেডিকেল, ভেটেরিনারি, কৃষি, পরিবেশ ও সমাজবিজ্ঞান বিষয়ক আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য বছরে ২৬ সেশনভিত্তিক একটি সার্টিফিকেট কোর্স চালুর প্রস্তাব উপস্থাপন করা হয়।

উপাচার্য বলেন, এই কর্মশালাটি আমাদের এমপিএইচ কোর্সের পাঠ্যক্রম মানোন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী যে, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খুব শিগগিরই এই কোর্সটিকে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই আরও গ্রহণযোগ্য করে তুলতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক রাজনীতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধক্যাম্প ফায়ারে শেষ হলো ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট