চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘বিশ্ববিদ্যালয় দিবস’ এবং ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় দিবস এবং শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্যাম্পাসজুড়ে শোভা পাচ্ছে নানা রঙের দৃষ্টিনন্দন বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আলপনার রঙে রাঙানো হচ্ছে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক। করা হয়েছে আলোকসজ্জাও। নানা বর্ণের আলোর ঝলকানি বলে দিচ্ছে দিনটি উদযাপনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনটিকে স্মরণীয় করে রাখতে হাতে নেয়া হয়েছে বিস্তারিত কর্মসূচি। দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি ফিশ কন্সালটেশন ক্যাম্প, হেলদি লাইফ ক্যাম্প, ওয়ান হেলথ ইয়ং ভয়েস এবং আইভিএসএ–এর কার্যক্রম, এভারকেয়ার হসপিটাল কর্তৃক স্বাস্থ্য বিষয়ক ফ্রি ক্যাম্প, আলোচনা সভা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। একই ভেন্যুতে বিকাল ৪টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।