সিবিইউএফটির সঙ্গে ভারতের ডিকেটিই টেক্সটাইল ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে অবস্থিত ডিকেটিই সোসাইটিস টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, জার্নাল প্রকাশনা বিনিময়, ইন্টার্নশিপ সুবিধা, ক্রেডিট ট্রান্সফার, ফ্যাকাল্টি বিনিময়সহ ইন্ডাস্ট্রি বেইজড প্রশিক্ষণ পদ্ধতি বিনিময় ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে।

সিবিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ডিকেটিই যেহেতু টেক্সটাইল প্রযুক্তি শিক্ষার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, সুতরাং তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষা সহায়ক জ্ঞান বিনিময়ের ফলে সিবিইউএফটি’র শিক্ষকশিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক স্বাক্ষরকালে সিবিইউএফটি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম, ডিন মোহাম্মদ মশিউর রহমান, এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা ও এএমএম বিভাগের প্রভাষক ইমন বিশ্বাস শুভ। অন্যদিকে ডিকেটিই টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এসইউ এওয়াডে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর ড. ইউ জে পাতিল, বিভাগীয় প্রধান প্রফেসর ড. ভি কে ডেঙ্গে ও প্রফেসর ড. এস এস লেভেটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে ট্রাক উল্টে খাদে, নিহত ১