সিবিইউএফটির প্রথম সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) প্রথম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ড ও সিন্ডিকেট মেম্বার মোহাম্মদ আবদুস সালাম, এস এম আবু তৈয়ব ও ফরহাদ আব্বাস, ট্রাস্টি বোর্ড মেম্বার হেলাল উদ্দিন চৌধুরী, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ট্‌্েরজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, অধ্যাপক কাজী নাজমুল হুদা, ডীন অব অল ফ্যাকাল্টিজ মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক অভি মিশ্র দাশ, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আব্দুল মান্নান। সভায় সিবিইউএফটির একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত বিভিন্ন বিষয় অনুমোদন করা হয় এবং প্রশাসনিক কার্যাবলীর অগ্রগতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ড ও বাঁশখালীতে মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিশুদের মৃগী রোগ নিয়ে পার্কভিউ হসপিটালে সায়েন্টিফিক সেমিনার