সিবিইউএফটি’র এডমিশন ফেয়ারের তারিখ পরিবর্তন ১ জুন শুরু

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) আয়োজিত এডমিশন ফেয়ার আজ মঙ্গলবার শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশতঃ তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১ ৩ জুন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সিবিইউএফটিতে তিন দিনব্যাপী এই এডমিশন ফেয়ার চলবে। এ মেলায় থাকছে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশনা ও বিশ্ববিদ্যালয়ের নানমুখী কার্যক্রমের প্রদর্শনীসহ বিভাগ ভিত্তিক স্টল। দেশের প্রধানতম রপ্তানিখাত তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের সমৃদ্ধি ও সম্ভাবনাকে আরো বিকশিত করার লক্ষ্যে এ শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিয়ে মেলায় থাকবে আকর্ষণীয় ভিডিও পরিবেশনা।

আগামী ১ জুন সকাল ১০ টায় বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহসভাপতি ও সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রধান অতিথি থেকে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার উদ্বোধন করবেন। মেলায় শিক্ষার্থীদের জন্য স্পট এডমিশনের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় স্কলারশীপ ও বিশেষ ওয়েভার ব্যবস্থা। আগ্রহী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবর্তিত নতুন সূচি অনুযায়ী মেলা পরিদর্শন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়েছে ৩ দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ৩