জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিবিআইএফটি থেকে গ্র্যাজুয়েশন প্রাপ্ত ৪ জন কৃতী ছাত্র বাংলাদেশ থেকে চীনের ঐতিহ্যবাহী উহান টেঙটাইল বিশ্ববিদ্যালয়ে সিএসসি (ফুল ফান্ডেড) স্কলারশীপ অর্জন করেছে, এই উপলক্ষে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি কর্তৃক এ ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল সোমবার সিবিইউএফটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সংবর্ধনায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ–সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ছাত্রদেরকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের ধারাবাহিকতায় তাদের এই সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়কে অনুপ্রাণিত করবে, আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিশ্ব বাস্তবতায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমান করতে পারছে, এটি আমাদের জন্য বিশাল অর্জন। তিনি বলেন সিবিইউএফটি’র শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে শিক্ষা জীবন শেষ করে ব্যক্তি ও কর্মজীবনে যদি সফলতা অর্জন করতে পারে তবেই আমাদের প্রচেষ্টা ও উদ্যোগ সার্থক হবে। তিনি আরো বলেন স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সিবিইউএফটি গর্ববোধ করে এবং তারা যদি অনন্য সফলতা ও কৃতিত্বের সাথে চীন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারে, তা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ব্রান্ডিং হবে। তিনি তাদের কে নিয়মিত পড়াশোনা ও সুন্দর আচরনের মাধ্যমে বিদেশে সিবিইউএফটি’কে সুনামের সাথে তুলে ধরার আহ্বান জানান। ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম বলেন, তাদের কৃতিত্ব যেন অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করে তাদেরকেও সফলতা অর্জনের জন্য উদ্বুদ্ধ করবে। চীনে থেকেও তারা যেন সিবিইউএফটি’র বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকে সে ব্যাপারে তাদেরকে তিনি অনুরোধ জানান। স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো পার্থ সারথী সাহা, জুপিটার রায়, ইরফানুল গনি লিংকন ও মাইনুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, ডীন ও শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।