চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ‘ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক এক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং টেননোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অভিমিশ্র দাস। মূলপ্রবন্ধে পোশাকশিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির নানাবিধ উপায় উল্লেখ করে আলোচক আধুনিক মেশিনারি উপকরণের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের জন্য দিক–নির্দেশনা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।