সিবিইউএফটি’তে চিত্র প্রদর্শনী ও পিঠা উৎসব

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) চিত্র প্রদশর্নী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, লেখাপড়ার ব্যাঘাত না ঘটিয়ে সৃজনশীল ও মননশীল কাজে আত্মনিয়োগ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে পারে। এতে শিক্ষার্থীরা সুস্থ, রুচিশীল, বিবেকবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি তাদের কর্মজীবনে উৎকর্ষতা অর্জন করতে পারবে।

সিবিইউএফটি কালচারাল ক্লাবের আয়োজনে চিত্র প্রদশর্নী ও পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী ও রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আবদুল মান্নান। ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম বলেন, এসব সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীর মেধা মননশীলতাকে সমৃদ্ধ করে, যা তার ব্যক্তিজীবন ও সমাজজীবনকে অনুপ্রাণিত করবে, কর্মজীবনকেও সুন্দর রূপ দিতে পারে। ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী শিক্ষার্থীদের পরিবেশনাসমূহের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের এসব উদ্যোগ আরো বড় পরিসরে আয়োজনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককর্মকর্তা ও ছাত্রছাত্রীসহ উপস্থিত সুধীজনরা বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেনিন : অনন্য এক দার্শনিক রাষ্ট্রনায়ক
পরবর্তী নিবন্ধরমজানে মহানগরীর যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান