সিবিইউএফটিতে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সিবিইউএফটির ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের আয়োজনে এই ক্যাম্পেইনে ছাত্রীদের নিয়মিত ব্যায়াম, চেকআপ, স্বাস্থ্যসম্মত জীবনাচরণ ইত্যাদির গুরত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে হয়। এতে বক্তব্য দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসর সিনিয়র ম্যানেজার আমিনুল ইসলাম। এতে ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সাদিয়া আলম বলেন, সিবিইউএফটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক বিষয় সমূহের পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা, সুস্থতা, স্বাস্থ্য নিরাপত্তা এসব বিষয়াদি সম্পর্কেও সচেতন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধশাহানশাহ্‌ হক ভাণ্ডারী মাদরাসা কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ