বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সীতাকুণ্ড উপজেলার সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সদরে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা। এরপর একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিপিবি নেতা জহির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছি উদ-দৌলা, সদস্য মাহাবুবুল হক চৌধুরী, জামাল উদ্দিন এবং ইমরান চৌধুরী। বক্তারা দুঃশাসন, লুটপাট ও গণতন্ত্রহীনতা থেকে উত্তরণে জোট-মহাজোটের বাইরে বিকল্প বামশক্তিকে শক্তিশালী করার আহ্বান জানান। সম্মেলনে জহির উদ্দিন মাহমুদকে সভাপতি, মাহাবুবুল হককে সাধারণ সম্পাদক ও জামাল উদ্দিনকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











