লুটপাট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম বিকল্প গড়ার আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় চত্বরে সম্মেলনের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম। এছাড়া সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ আল ক্বাফী রতন ও সদস্য কমরেড মৃণাল চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পর নগরীর মোমিন রোডে মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বাদশ সম্মেলনের আয়োজনে যোগ দিয়ে সমাজতন্ত্র ও মানবমুক্তির সংগ্রাম বেগবান করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা। প্রেস বিজ্ঞপ্তি।