সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির বর্ধিত সভা

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর হাজারী গলিস্থ পার্টি কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির বর্ধিত সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য মৃণাল চৌধুরী, চন্দন দাশ, রথীন সেন, রেখা চৌধুরী, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড থানার সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, আহমদ নূর, জামাল উদ্দিন, অয়ন বড়ুয়া, ইমতিয়াজ সবুজ, সাদেক চৌধুরী, মহসিন, দীলিপ দাশ, মৃদুল দে, অনিরুদ্ধ বড়ুয়া, ত্রিদিব রায়, আকবর মোহাম্মদ বাবর, মাহাবুবা জাহান রুমি, ইমরান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের দৈনন্দিন জীবন-সংকট তীব্রতর হচ্ছে। করোনাকালে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি বেড়েছে এবং নতুন করে ২.৫ কোটি মানুষ বেকার হয়েছে। এদিকে কোটিপতিদের সংখ্যা বেড়েছে প্রায় ১৫%। ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় শুধু খেটে-খাওয়া মানুষই নয়, দেশের মধ্যবিত্ত মানুষের জীবনের সংকট আরো তীব্র হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন একটি গণজাগরণের মাধ্যমে কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর, গরিব মধ্যবিত্তদের ঐক্য গড়ে তুলে সিপিবিকে শক্তিশালী করে ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে। মানব মুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধবদিউল আলম