সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে গতকাল বিকাল ৫টায় নগরীর সিনেমা প্যালেস চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী, জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গণে এক ধরনের অস্থিরতা ভর করেছে। বাড়ছে অস্থিতিশীলতা, সংঘাত–সহিংসতা। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। মানুষের মাঝে উদ্বেগ–উৎকণ্ঠা। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল–মিটিং ও বাক স্বাধীনতার অধিকার নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নাই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।