সিপিবি চট্টগ্রামের কর্মী সমাবেশ

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে গত সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর হাজারী লেইনস্থ দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সদস্য মৃণাল চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি কানাই দাশ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং জেলার সাবেক সভাপতি আবদুল নবী। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া।

সমসাময়িক রাজনীতি নিয়ে সিপিবির সভাপতি মো. শাহআলম বলেন, বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের হাতে নেই। ব্যবসায়ী, আমলা, বিদেশি শক্তির হাতে রাজনীতি চলে গেছে। এই তিন শক্তিই দেশকে এখন পরিচালনা করছে। রাজনৈতিক দলগুলোর দৌঁড়ঝাঁপ আমেরিকার এম্বেসিতে বেড়েছে।

এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিমের শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কমরেড শামচ্ছুজ্জামান সেলিম ছাত্রাবস্থা থেকেই প্রগতিশীল আন্দোলনে যুক্ত ছিলেন। শ্রমিক আন্দোলন করেছেন। এরপর নিজের মাতৃভূমিকে স্বাধীন করতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সারাজীবন তিনি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। দেশের এক কঠিন মুহূর্তে কমরেড শামছুজ্জামান সেলিম আমাদের ছেড়ে চলে গেছেন। খুবই আকস্মিকভাবে আমরা তাকে হারিয়েছি। পার্টির নীতি নৈতিকতা আদর্শ বলতে যা বোঝায়, আদর্শ বলতে আমরা যে বুঝি সবকিছুই তার মধ্যে বিদ্যমান ছিল। সত্যিকার অর্থে তিনি সাচ্চা কমিউনিস্ট ছিলেন। তার সাথে ভালোভাবে মিশলে বোঝা যেতো যে তার মনটা ছিল সজীব, বুদ্ধি ও কৌতূহল ছিল খুবই সজাগ, তীব্র এবং সর্বদাই জিজ্ঞাসু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ছিনতাইকৃত টাকা ও ছুরিসহ গ্রেপ্তার ২