সিপিবির বিক্ষোভ সমাবেশ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি, সর্বত্র সমপ্রীতি রক্ষা, দুর্নীতিলুটপাটদখলদারিত্ব বন্ধ, পাচারের টাকা খেলাপী ঋণ আদায়, শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি, স্বাস্থ্যশিক্ষার নিশ্চয়তাসহ জুলাইআগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল শনিবার সিপিবি কোতোয়ালি থানার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক দেবাশীষ সেন, রুপন কান্তি ধর, রাশিদুল সামির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, চালডালসবজি, তেল, চিনি, পিয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সে হারে আয় বৃদ্ধি পায়নি। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারেঅর্ধাহারে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

বক্তারা অবিলম্বে রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রবর্তনের দাবি জানান। নেতৃবৃন্দ দেশের উপর সাম্রাজ্যবাদী আধিপত্য শক্তির হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল দুই ঘর
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার চার