চট্টগ্রামে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য লাল পতাকার মিছিলের আয়োজন করা হয়।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, জেলা কমিটির সদস্য শ্রমিকনেতা মো. মছিউদ্দৌলা।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি সিনেমা প্যালেস, কোতোয়োলি মোড়, নিউমার্কেট হয়ে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনসহ সকল আন্দোলন–সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সিপিবি রাজপথে ছিল। প্রেস বিজ্ঞপ্তি।