সিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল শুরু

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর পূর্ব ভাটারার সিপিডিএল রুবিকন সিটিতে আয়োজন করা হয়েছে রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল। গত ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঢাকায় সিপিডিএল এর নির্মীয়মান হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে এই কার্নিভালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান বলেন, সাত দিনব্যাপি এই কার্নিভালে ২৮ টি কর্পোরেট প্রতিষ্ঠানের ১০৩ টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুটসাল এই দুই ক্যাটাগরিতে মোট ৯০ টি ম্যাচে অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জি. ইফতেখার হোসেন বলেন, ‘হ্যাপি টুগেদার’ ফিলোসোফি নিয়ে আমরা কাজ করি, ইনক্লুসিভ মেথডে সবাইকে নিয়ে প্রাণোচ্ছলতা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের মূলমন্ত্র আর এজন্যই এই স্পোর্টস কার্নিভালের আয়োজন করা, ভবিষ্যতে এরকম আরও ভিন্নমাত্রার উদ্যোগ নিয়ে আসার প্রত্যাশা রইলো। উদ্বোধনী দিনে বসুন্ধরা ও সিটি ব্যাংকের মহিলা দলের মাঝে একটি ব্যাডমিন্টন ম্যাচ আর হিউম্যান ফুটসালে প্রতিদ্বন্দ্বিতা করে সিটি ব্যাংক আর ক্রাউন রেডি মিক্স দলের সদস্যরা। প্রতিযোগিতার পাশাপাশি সংগীতানুষ্ঠান ও গ্রামীন আবহে আয়োজিত পিঠাপুলি দিয়ে সাজানো হয় স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব অ্যাথলেটিক্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়