নগরীর অভিজাত এলাকা এস এস খালেদ রোডে, আসকার দীঘির পূর্ব পাড় এলাকায় সিপিডিএল করিম’স আরণ্যক প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সিডিএর অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, ১৬ কাঠা ভূমির উপর রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কনসেপ্টে প্রকল্পটি ৩ টি ফ্লোরে কমার্শিয়াল স্পেস এবং ১০ টি ফ্লোরে ৩ টি করে রেসিডেন্সিয়াল ইউনিট নিয়ে নির্মিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
