সিপিডিএল আরবি মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

সি.. প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) নতুন সংযোজন আর. বি. মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সিপিডিএল আর.বি. মিডটাউন মার্কেট শপ ওনার্স এসোসিয়েশনের কনভেনর মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে এসোসিয়েশনের সচিব মুহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডিএলের সিইও মুহাম্মদ খায়রুজ্জামান জোয়ার্দার, রাজনীতিবীদ আর. ইউ. চৌধুরী শাহিন, মুহাম্মদ রফিকুল আলম হাসনী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, নুরুল ইসলাম কাঞ্চন, মিনহাজ মোহাম্মদ, সঞ্জয় চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হামিদ, মুহাম্মদ খোরশেদ বাবু প্রমুখ। প্রধান অতিথি ডা: শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীকে বাণিজ্যিক খাতে সর্বোচ্চ সেবা প্রদানে বিশ্বমানের শপিং এক্সপেরিয়েন্স পেতে আর.বি. মিডটাউন মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাগত বক্তব্যে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্র্যান্ড ওপেনিং থেকে রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত প্রতি কেনাকাটাতে থাকবে র‌্যাফেলড্র এবং আকর্ষণীয় সব উপহার। এই শপিং মলে থাকছে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি এসকেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লেজোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুকস্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি, অপটিকস ইত্যাদি। আসন্ন ঈদ পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকবে মার্কেট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং দক্ষিণ ধনিয়ালাপাড়া ওয়ার্ডে ৩১ দফার আলোচনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীর গুমানমর্দ্দনে অগ্নিকাণ্ড, ২ পরিবার নিঃস্ব