বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দৈনিক আজাদী আয়োজিত সিপিডিএল–দৈনিক আজাদী বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাতে দৈনিক আজাদী প্রাঙ্গণে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার এলইডি টিভি লাভ করেন শুভ দাশ, দ্বিতীয় পুরস্কার ডিনার সেট পান সুজন, তৃতীয় পুরস্কার ব্লেন্ডার পান যীশু। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিপিডিএল এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার রনজিৎ ভট্টাচার্য্য।












