সিপিডিএল গত ২১ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ। এই ধরনের উদ্যোগ গ্রহণ, পরিবারের সদস্যদের বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।
তিনি বলেন, সিপিডিএল পরিবারের সদস্যরা আনন্দঘন মুহূর্তগুলো যেমন একই পরিবারের ন্যায় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, তেমনি বিপদ ও সংকটময় সময়ে একসাথে পাশে থেকে লড়াই করে এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যবহত থাকবে। ইফতারির পূর্বে সিপিডিএল পরিবার এবং প্রত্যেক সদস্যের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।