উন্নত গ্রাহকসেবা প্রদানের উদ্দেশ্যে নিত্য নতুন উদ্ভাবনী আইডিয়া বাস্তবে রূপ দিতে ইনোভেশন ল্যাব উদ্বোধন করেছে সিপিডিএল। গত ২৯ এপ্রিল নগরীর জামালখান সিপিডিএল কর্পোরেট অফিস প্রাঙ্গণে ইনোভেশন ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।
তিনি বলেন, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে অনেক উদ্ভাবনী আইডিয়া রয়েছে, যা ব্যবসায়িক তথা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু এসব আইডিয়ার বাস্তবভিত্তিক প্রয়োগের সুযোগ খুব বেশি নেই। এখন থেকে সিপিডিএল পরিবারের সদস্যরা তাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে ইনোভেশন ল্যাবে গবেষণা করতে পারবে। এতে দেশের আবাসন খাত আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ইতোমধ্যে সিপিডিএল কেয়ার অ্যাপ রিয়েল এস্টেটে উদ্ভাবনী আইডিয়ার অনন্য উদাহরণ। গ্রাহকদের আধুনিক পরিষেবা প্রদান এবং বিজনেস অটোমেশনের জন্য নতুন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার ডেভেলপমেন্টের লক্ষ্যে কাজ করছে সিপিডিএল পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।