সিপিডিএলের অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

নগরীর মেহেদীবাগে অবস্থিত সিপিডিএল সেলিন প্রকল্পে গতকাল শনিবার আয়োজন করা হয় অগ্নি নির্বাপণ বা ভূমিকম্প প্রতিরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। প্রকল্পটির সকল অধিবাসী স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট প্রকল্পে বসবাসরত সকলকে নিয়ে আয়োজিত এই কর্মশালা সমূহকে অধিকতর কার্যকরী করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের সহযোগিতা নেয়া হয়।
কর্মশালার বিষয়ে প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নি নির্বাপণ বা ভূমিকম্প প্রতিরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম সমূহকে সিপিডিএল সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। দীর্ঘকাল ধরে হস্তান্তরিত প্রকল্প সমূহে এই ধরণের জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সাল থেকে অদ্যাবধি সিপিডিএল মোট ৩৩টি প্রশিক্ষণের আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উত্তর সর্তা সমিতির সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমির জীবন সদস্য প্রতিনিধি নির্বাচন